Friends, if you are searching for the Class 12 Bengali Suggestion 2022 PDF / HS Bengali Suggestion 2022 PDF but you didn’t find any download link so don’t worry you are on the right page. In this post, we have provided all information related to Bengali Suggestions to help the students of class 12th. The students can also check Exam Pattern and Marking Scheme for HS Exam. Below we have given direct download link for HS Bengali Suggestion 2022 PDF.
All students are advised to prepare for the Bengal Board 12th class exam should prepare according to the syllabus given in this post. With the help of this Bengali Suggestion, students can score the highest marks in the examination.
Class 12 Bengali Suggestion 2022 PDF
১. “ একেবারে মুষরে যাচ্ছেন দিনকে দিন । ” – উক্তিটি কার ?
উত্তরঃ ‘ কে বাঁচায় , কে বাঁচে ‘ গল্পে প্রশ্নোধৃত এই উক্তিটি মৃত্যুঞ্জয়ের স্ত্রীর ।
২. কে হল হে তোমার ? ” – কে , কাকে এ কথা বলেছিল ?
উত্তরঃ কে বাঁচায় , কে বাঁচে ’ গল্পে মৃত্যুঞ্জয়ের বমি করা ও শরীর খারাপ দেখে সহকর্মী নিখিল তাকে এ কথা বলেছিল ।
৩. “ শত ধিক্ আমাকে । ” – কে , কেন নিজেকে ধিক্কার দিয়েছিল ?
উত্তরঃ মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছিল কারণ দেশের লোকের অনাহার জনিত মৃত্যুর কথা জেনে শুনেও সে চারবেলা পেট পুরে খেয়েছে ।
৪. ‘ কে বাঁচায় , কে বাঁচে ‘ গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয় ?
উত্তরঃ ‘ কে বাঁচায় , কে বাঁচে ’ গল্পটি প্রথম সারদাকুমার দাস সম্পাদিত ‘ ভৈরব ’ পত্রিকার প্রথম শারদ সংখ্যায় ১৩৫০ বঙ্গাব্দে প্রকাশিত হয় ।
৫. আনমনে অর্ধ – ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় । ” – আর্তনাদটা কী ছিল ?
উত্তরঃ আর্তনাদটা ছিল— “ মরে গেল । না খেয়ে মরে গেল । ”
৬.“ সকলে এক কথাই বলে । ” কী কথা বলে ?
উত্তরঃ সকল দুর্ভিক্ষ পীড়িতই বলে , ‘ গা থেকে এইছি । খেতে পাইনে বাবা । আমায় খেতে দাও ।
৭. “ এ অপরাধের প্রায়শ্চিত্ত কি ? ” অপরাধটা কী ?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘ কে বাঁচায় , কে বাঁচে ! ‘ গল্পে দেখা যায় , মানুষ অনাহারে ভুগছে আর মৃত্যুঞ্জয় এই দুরবস্থার সময়েও চারবেলা পেটভরে খেয়েছে । সে এটাকেই অপরাধ বলে গণ্য করেছে ।
HS Bengali Suggestion 2022 PDF
১. নিখিল কার কাছে মাঝে মধ্যেই কাবু হয়ে যায় ? (ক) মৃত্যুঞ্জয়ের কাছে (খ) অফিসের অন্যান্যের কাছে (গ) তার স্ত্রীর কাছে (ঘ) অফিসের বড় বাবুর কাছে ।
উত্তরঃ (ক) মৃত্যুঞ্জয়ের কাছে ।
২. নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু – (ক) আলোসে প্রকৃতির লোক (খ) সাহসী প্রকৃতির লোক (গ) ভীরু প্রকৃতির লোক (ঘ) চালক প্রকৃতির লোক ।
উত্তরঃ আলসে প্রকৃতির লোক
৩. মৃত্যুঞ্জয় ধূর্লিমলিন সিল্কের জমা এখন – (ক) পরিচ্ছন্ন হয়েছে (খ) ছিঁড়ে গেছে (গ) অদৃশ্য হয়েছে (ঘ) নতুন হয়েছে ।
উত্তরঃ অদৃশ্য হয়েছে
৪. “কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল” কারণ – (ক) অফিসে কাজের প্রবল চাপ ছিল (খ) প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে সে অফিসে এসেছিল (গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল (ঘ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্চিল ।
উত্তরঃ (গ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল
Here you can download the Class 12 Bengali Suggestion 2022 PDF by click on the link given below.